ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত


নভেম্বর ২৬, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া প্রতিনিধি:   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ মঈনউদ্দীন বিপ্লব।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান মো.সালাউদ্দিন বাবুকে ধানের শীষে বিজয়ের লক্ষ্যেই এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

আশুলিয়া থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কিসমত সরকারের সভাপতিত্বে ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এস এম এ মামুনের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার,আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মোল্লা,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড.জিল্লুর রহমান,ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নান,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হানিফ পালোয়ান, সহ-সভাপতি নূরে আলম সিদ্দিক,আমজাদ হোসেন মেম্বার, মোসাম্মৎ জোৎসনা সহ-সভাপতি ইয়ারপুর ইউনিয়ন বিএনপি,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সহ আরও অনেকেই।

সার্বিক সহযোগিতায় ছিলেন,নূর মোহাম্মদ সরকার,সেকান্দর সরকার, আব্দুস সালাম মোল্লা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।