ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫

দেশবাসী খালেদা জিয়াকে নেতৃত্বে চায়: রিজভী


নভেম্বর ২৬, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ খালেদা জিয়াকে আবারও নেতৃত্বের আসনে দেখতে চায়। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোটি মানুষ ভালোবাসে। নানা অসুস্থতা, নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি দেশ ত্যাগ করেননি। অথচ সরকার তার শারীরিক অবস্থাকে সাধারণভাবে দেখাতে চেয়েছে। তার দৃঢ় মনোবলই নেতাকর্মীদের আরও সাহসী করে তুলেছে।

তিনি অভিযোগ করে বলেন, দেশের সম্পদ লুট করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। অগ্রণী ব্যাংকের ভল্টে কোটি কোটি টাকার সোনা পাওয়া—এটাই তার প্রমাণ। চৌর্যবৃত্তির প্রবণতা থাকায় দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তিনি।

খালেদা জিয়াকে তুলনা করে রিজভী বলেন, একজন দেশকে ভালোবেসে সব কিছুর পরও দেশের মাটিতে থেকে গেছেন, আর আরেকজন দেশের সম্পদ নিয়ে বিদেশে পালিয়েছেন।শেষে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।