ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫

৬৪ জেলায় পুলিশ সুপার রদবদল


নভেম্বর ২৬, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) রদবদল করেছে সরকার। এ বিষয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

এর আগে ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সভাকক্ষে লটারির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়।

জানা গেছে, লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া এসপি–দের মধ্যে এক-চতুর্থাংশ নতুন মুখ। বাকিরা ইতোমধ্যে বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে লটারির ফলে তাদের জেলার দায়িত্বে পরিবর্তন এসেছে।এখানে ক্লিক করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।