স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেই সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে ‘নারী-শিশু সুরক্ষা: জনতার কাতারে সরকার’ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকারের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শারমীন এস মুরশিদ বলেন, “সরকার জানিয়েছে নির্বাচন হবে। নির্বাচন কমিশনও জানিয়েছে তারা প্রস্তুত। আমাদের বিশ্বাস রাখতে হবে এবং আস্থা রাখতে হবে। যদি কোনো ত্রুটি থাকে, সাংবাদিকরা সেটি তুলে ধরবেন।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তাদের গণতান্ত্রিক আচরণ, সহনশীলতা ও দায়িত্বশীলভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা জানি নির্বাচনের সময় কখনো অরাজকতা দেখা দিতে পারে। আমার প্রত্যাশা, রাজনৈতিক দলগুলো এমন পরিবেশ গড়ে তুলবে যেখানে রাষ্ট্রের ব্যর্থতা কম হবে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকবে।”
উপদেষ্টা আরও বলেন, “নির্বাচন নিয়ে এইটুকুই বলতে চাই। নির্বাচন হবে এবং তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকার প্রস্তুত। কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতি নির্বাচন কমিশনের হাতে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে তারা প্রস্তুত। বিতর্ক সবসময় থাকবে, কোনো না কোনো দল কোনো না কোনো বিষয়ে আপত্তি জানাবে, কিন্তু আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি।”
শারমীন এস মুরশিদ বলেন, সমাজকল্যাণ ও নারী ও শিশু মন্ত্রণালয়কে জনগণের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। গ্রামে-গ্রামে মানুষের কথা শোনা এবং সমস্যা সমাধানের জন্য ‘কুইক রেসপন্স’ নামে একটি কাঠামো তৈরি করা হয়েছে। যেখানে নারী ও শিশু নির্যাতনের ঘটনার খবর ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রণালয় সেখানে পৌঁছাবে।এ অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মো. এনামুল আহসান, সমাজসেবা ও নারী-শিশু মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তা, জুলাই আন্দোলনে নিহত সাংবাদিক তাহির জামানের বাবা-মা এবং রংপুরের জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

