রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ার নবনীদাশ নিলকচন্ডি এলাকায় হিন্দু ধর্মাবলম্বী পরিবারের জমি দখলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ সদস্য ও তার সন্ত্রাসী বাহিনীর হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগী পরিবারের মাঝে চরম আতংক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায় ,রংপুরের গংগাচড়ার উপজেলা যুবলীগ সদস্য কামরুজ্জামান স্বাধীন দীর্ঘদিন যাবত পাশ্ববর্তী নবনীদাস নিলকচন্ডী গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভুপেন্দ্রনাথ সরকারের জমি দখলে হুমকি-ধামকি প্রদান করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর বেলা ১ টায় গংগাচড়া উপজেলার নীলকচন্ডি এলাকায় ভুপেন্দ্রনাথ সরকারের পুত্র স্কুল শিক্ষক কমল কৃষ্ণ সরকার ২ শিশু সন্তানসহ মোটরসাইকেলে বাড়ী ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন। অত্র এলাকার মৃত মোফাজ্জল হোসেন এর পুত্র কামরুজ্জামান স্বাধীন ও তার সন্ত্রাসী বাহিনী হত্যার উদ্দেশ্যে কমল কৃষ্ণ সরকারের উপর অতর্কিত সশস্ত্র হামলা চালায়। এতে কমল কৃষ্ণ সরকার ডান চোখ ও মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সন্ত্রাসী হামলায় শিশু সন্তান জয়িতা সরকার ও তরী সরকারও রক্ষা পায়নি। সন্ত্রাসীরা কমল কৃষ্ণ সরকার আহত হলে পরে তার ব্যবহৃত মটর সাইকেলটি ভাংচুর করে এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়। ঘটনার
একপর্যায়ে কমল কৃষ্ণ সরকার ও দুই শিশুর আত্ম চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কমল কৃষ্ণ সরকার ও তার শিশু সন্তানদের রক্ষা করে।এরপরও সন্ত্রাসীরা ক্ষান্ত না হয়ে জোটবদ্ধভাবে ভুপেন্দ্রনাথ সরকারের বাড়ীতে গিয়ে জমি ছেড়ে চলে না গেলে আগুন দিয়ে বাড়ীঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে ভুক্তভোগী কমল কৃষ্ণ সরকার গংগাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন । থানা পুলিশ ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় ১ জন আসামীকে গ্রেফতার করলেও মুল আসামী এখনও পলাতক রয়েছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের বেশীরভাগ নেতা-কর্মী আত্মগোপনে থাকলেও, অদৃশ্য শক্তির ইশারায় কামরুজ্জামান স্বাধীন নানা অপকর্ম করা স্বত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়তে রয়েছে। জমি দখল,চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ অপরাধ জগতের সকল অলিগলিতেই রয়েছে তার অবাধ বিচরণ। কামরুজ্জামান স্বাধীন তার সন্ত্রাসী বাহিনীকে কাজে লাগিয়ে একের পর এক হিন্দু ধর্মাবলম্বীদের জমি দখল, ভয়ভভয়ভীতি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে।ফলে বর্তমানে ভুক্তভোগী পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

