ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫

পর্যবেক্ষক পক্ষপাতদুষ্ট হলে নির্বাচন সুষ্ঠু হয় না: সিইসি


নভেম্বর ২৫, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, পর্যবেক্ষকদের প্রতিবেদন স্বচ্ছ না হলে নির্বাচন সুষ্ঠু হওয়া কঠিন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য হলো জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া। অতীত নিয়ে না ভেবে আমরা সামনে এগোতে চাই। এ জন্য সবার সহযোগিতা অপরিহার্য।’

তিনি আরও জানান, ‘পর্যবেক্ষক সংস্থাগুলোকে আমরা সহযোগী হিসেবে দেখতে চাই। তারা অনিয়ম তুলে ধরবেন, তবে রাজনৈতিক সম্পৃক্ততা থেকে বিরত থাকবেন। পর্যবেক্ষকদের দৃষ্টিভঙ্গি যদি স্বচ্ছ না হয়, তাহলে নির্বাচনও সুষ্ঠু হবে না।’

এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন। তিনি আশা প্রকাশ করেন, এবার ভোটার উপস্থিতিও বেশি হবে। পর্যবেক্ষকদের প্রতি সতর্কতা জানিয়ে তিনি বলেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। পক্ষপাতমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণে সমস্যা হতে পারে।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।