নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে প্রকাশ করা হবে। তফশিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষকদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে।
দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে ইসি বলেন, নির্বাচন ২০২৬ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সতর্ক করেছেন, পর্যবেক্ষকরা রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না।
পর্যবেক্ষকরা নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষক ঠেকাতে তাদের পরিচয়পত্রে QR কোড ব্যবহার করা হবে। সিইসি পর্যবেক্ষকদের ভোটের মাঠের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সক্রিয় সহযোগিতা চেয়েছেন।

