স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে এক ট্রাকচালকের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামকে ঘুষ দাবির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দুদকের গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
তিনি সংশ্লিষ্ট দফতরকে বরখাস্তের নির্দেশ দেন।শুনানিকালে অভিযোগকারী একজন সিএনজি অটোরিকশা চালক জানান, তার গাড়ির ফিটনেস নবায়নের জন্য আশরাফুল ইসলাম ৫ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। অভিযোগকারী ঘুষ না দেওয়ায় তার ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়নি।
জেলায় দুদকের ১০টি বুথে দুই সপ্তাহে প্রায় ২০০টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে বেশির ভাগ অভিযোগ ছিল রেলওয়ে হাসপাতাল, নির্বাচন, রেজিস্ট্রি, বিআরটিএ ও পাসপোর্ট অফিসের বিরুদ্ধে। যাচাই-বাছাই শেষে ৮০টি অভিযোগের প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়েছে।প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, সচিব মোহাম্মদ খালেদ রহীম, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনসহ অন্যান্য কর্মকর্তারা।

