নিজস্ব প্রতিবেদক: ঢাকার বিশেষ জজ আদালত-৫ আগামী ২৭ নভেম্বরের জন্য পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ সংক্রান্ত তিন মামলার রায় ঘোষণা করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আসামি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে পিপি খান মোহাম্মদ মাইনুল হাসান লিপন অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা দাবি করেন। অন্যদিকে গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে অ্যাডভোকেট শাহীনুর রহমান অভিযোগ প্রমাণিত নয় বলে খালাসের দাবি করেন।
প্লট বরাদ্দের বিষয়ে করা ৬ মামলায় মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দুদক বলছে, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছেন, যা সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। এছাড়া, প্লটগুলো নেওয়ার সময় মিথ্যা হলফনামা দেওয়া হয়েছে।
মামলাগুলোতে শেখ পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি সরকারি কর্মকর্তারা ও সাবেক প্রতিমন্ত্রীরাও আসামি। এই মামলাগুলো ২০২৪ সালের ডিসেম্বরে অনুসন্ধান শুরু হওয়ার পর জানুয়ারিতে দায়ের করা হয়।

