ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

রাবিতে গ্রীন ভয়েস এর পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত


নভেম্বর ২২, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফজলে হাসান (রাবি) প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “নিজেদের ক্যাম্পাস নিজেরাই রাখবো পরিচ্ছন্ন” স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, রাবির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় শহীদ মিনার চত্বরে জমায়েতের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

অভিযানে অংশগ্রহণকারীরা শহীদ মিনার, পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, সিরাজী ভবনের আশেপাশের এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস জুড়ে পরিচ্ছন্নতার পরিবেশ সৃষ্টি হয়।

গ্রীন ভয়েস, রাবি’র ছাত্র উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আহসান হাবিব বলেন, “বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। ক্যাম্পাসকে সুন্দর, সবুজ ও বাসযোগ্য রাখতে আমরা নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করি। আসুন, আমরা নিজেদের ক্যাম্পাস নিজেরাই রাখি পরিচ্ছন্ন।”

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া গ্রীন ভয়েস, রাবি শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদেরই—এটিকে পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম ক্যাম্পাসে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।”পরিচ্ছন্নতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ রাবি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া ২০-২৫ জন সবুজ বন্ধুরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।