ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আসন্ন ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট সংস্থা।


নভেম্বর ১৫, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   ২০২৬ সালের ঈদুল ফিতর শুক্রবার ২০ মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের তথ্যমতে, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা যেতে পারে। তবে সেদিন খালি চোখে চাঁদ দেখা কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে।জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায়, আরব আমিরাতের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি এক দিন বাড়তে পারে।

এতে সম্ভাব্য ঈদুল ফিতরের ছুটি হতে পারে ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২২ মার্চ রোববার পর্যন্ত চার দিন। স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ২৩ মার্চ সোমবার।তবে চাঁদ দেখা সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে ইউএই মুন-সাইটিং কমিটি। পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চই শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা বেশি।শনিবার (১৫ নভেম্বর) গালফ নিউজ জানায়, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব হওয়ায় চাঁদ দেখার আগ পর্যন্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কোনো তারিখ চূড়ান্ত করবে না।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।