ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


নভেম্বর ৮, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা ৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক এমপি ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন।

উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহাম্মেদ,জেলা বিএনপির যুগ্ম: সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু,পৌর বিএনপির সভাপতি রবিউল কবীর মনু, রাখালবুরুজ ইউপি হাসানুল হক চৌধুরী ডিউক, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজুসহ উপজেলা ও পৌর,ইউনিয়ন কমিটির যুবদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবি দল সহ বিভিন্ন ফন্টের সভাপতি/সম্পাদক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(৭নভেম্বর) জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।