ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: দুই বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ‎ভ্রাম্যমাণ আদালত


নভেম্বর ৪, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের দায়ে দুই বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।‎মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ১০ নম্বর দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।‎‎অভিযানকালে দেখা যায়, বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ ও লেবেল ছিল না। এছাড়া মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম ব্যবহারসহ ক্ষতিকর রাসায়নিক অ্যামোনিয়াম মিশিয়ে খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়।

‎এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মোহাম্মদীয়া ফুড বেকারির স্বত্বাধিকারী মাজিদুর রহমানকে ৪০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারির স্বত্বাধিকারী মো. সবুজ মিয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।‎নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহারের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”‎স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।