ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

যমুনা উপজেলা গঠনের দাবিতে কাজিপুরের পূর্বপাড়ে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন


নভেম্বর ৩, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুর উপজেলা প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পূর্বপাড় চরাঞ্চলের ছয় ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি— “যমুনা উপজেলা চাই, দিতে হবে… দিতে হবে!”
এই দাবিকে সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) মুনসুরনগর ইউনিয়নে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশ নেন এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
ব্যানার ও ফেস্টুনে বড় অক্ষরে লেখা ছিল—
“যমুনা উপজেলা চাই, দিতে হবে… দিতে হবে!”
“বৈষম্য নয়, উন্নয়ন চাই!”

মানববন্ধনে বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার সুমন, আনোয়ার কবির বাবলুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।বক্তারা বলেন, দেশে অনেক উপজেলা কয়েকটি ইউনিয়ন নিয়েই গঠিত হয়েছে। অথচ কাজিপুর উপজেলার মোট ছয়টি ইউনিয়ন — যমুনা নদী দ্বারা বেষ্টিত এই চরাঞ্চলটি এখন দুই ভাগে বিভক্ত।এক পাশে তিনটি ইউনিয়ন, অন্য পাশে তিনটি ইউনিয়ন।উপজেলা সদরে যেতে সময় লাগে দুই ঘণ্টা ত্রিশ মিনিট থেকে তিন ঘণ্টা পর্যন্ত।উপজেলায় কোনো সরকারি কাজে গেলে পুরো দিনটাই চলে যায়।

তারা আরও বলেন, যমুনা নদীর ওপারে থাকা জনগোষ্ঠী উন্নয়ন ও প্রশাসনিক সেবায় দীর্ঘদিন ধরে বঞ্চিত।তাই এখানকার মানুষের প্রাণের দাবি— যমুনা উপজেলা গঠন এখন সময়ের দাবি।মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ চত্বরে এসে শেষ হয়।র‍্যালিতে অংশগ্রহণকারীদের কণ্ঠে তখন একটাই স্লোগান— “যমুনা উপজেলা চাই, দিতে হবে… দিতে হবে!”“বৈষম্য নয়, ন্যায্য অধিকার চাই!”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।