ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের (২০২৪-২৫) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (৩০অক্টোবর) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়। পরবর্তীতে অর্থ সহ কুরআন, হিজাব, টি- শার্ট, শিবির এ্যালবাম, শিবিরের পরিচিতি, কলম, প্যাড, ক্যালেন্ডার ও চাবির রিং উপহার দেওয়া হয়।
শাখা শিবিরের প্রচার সম্পাদক আলী আফসার হামজা ও প্রকৌশল অনুষদের সভাপতি শোয়াইব আহমেদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়া ছিলেন শাখা সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারী আবু ইউসুফ, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, শাখা শিবিরের সাবেক সভাপতি আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল বারী, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমানসহ অনেকে। ফোকলোর স্টাডি বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের তনুশ্রী রায় বলেন, আগের অন্যান্য অরিয়েন্টেশনের থেকে ছাত্র শিবিরের আয়োজিত নবীন বরণ অনেক ইউনিক ছিল। বিষেয় করে গিফটের বিষয়টা খুব ভালো লাগছে। তাদের সকল কার্যক্রম শৃঙ্খলাবদ্ধভাবে সম্পূর্ণ হয়েছে, ভাইদের কথাবার্তা ভালো লাগছে।
কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী  অন্বেষা দেবনাথ বলেন, আজকের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান খুবই ভালো লাগছে। এখানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট, গিফট, খাবার দেওয়া হয়। উপহার হিসেবে আমরা বই, কলম, চাবির রিংসহ নানা আকর্ষণীয় উপহার দেয়। প্রধান অতিথির বক্তব্য শুনে শিবিরের প্রতি থাকা ভূল ধারণা পরিবর্তন হয়েছে।  অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ” আমরা শুধু দুনিয়ার সফলতা চাই না উভয় জগতের সফলতা চাই। রাসুল (সাঃ) বিদায় হজ্জের সময় আমাদেরকে কুরআন এবং সুন্নাহ আকড়ে ধরতে বলেছিলেন। আমরা রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন সর্বত্র জায়গায় কুরআন আর সুন্নাহ আকড়ে ধরলেই সফলতা আসবে। আমরা কোরআনের প্রত্যকটা লাইন নিয়ে যতো বেশি চিন্তা করব ততো বেশি সমৃদ্ধ হবো। ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে আবার একটি পূনর্জাগরন ঘটবে। আবার একটি ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা শুধু নিজের স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসেননি। মাবাবাদের স্বপ্ন রয়েছে। শিক্ষকদের স্বপ্ন রয়েছে। এইগুলোকে আপনাদেরকে ধারণ করতে হবে। এই বিশ্ববিদ্যালয় কে আপন করে নিজের মত করে গড়ে  সফলতার দারপ্রান্তে পৌছাতে হবে।  জ্ঞান মানে হলো আলো। এই আলোর মানে লাইট নয়। বরং মানুষের মধ্যে যে পশুত্ব রয়েছে তা দুর করে মনুষত্ববোধ জাগ্রত করা৷ আপনাদের মধ্যে যে প্রজ্ঞা, ফিতরাত রয়েছে সেগুলোকে জাগ্রত করে সমাজ কে আলোকিত করার জন্য ই এই বিশ্ববিদ্যালয়। আপনাদের সকল জ্ঞানের মূল উদ্দেশ্য হতে হবে মানুষর জন্য এবং কল্যানের জন্য।
ছাত্র রাজনীতি নিয়ে তিনি বলেন, “আমরা ছাত্র রাজনীতির গুনগত পরিবর্তন চাই। আগে চলেছে শুধু গুম খুন রাহাজানি হত্যার রাজনীতি।  এগুলো আর আমরা চাই না। আগে ধর্ষণে সেঞ্চুরি করে তা আবার প্রচার করে বেড়ানো হতো। এটাই হলো জাহেলিয়াতের রাজনীতি। এটা আর আমরা চাই না। কোনো গোলামীতন্ত্র আমরা চাই না। ইসলাম আমাদের এটা শেখায় না। যে রাজনীতি দিয়ে রাষ্ট্রের কল্যান করবে, শিক্ষার্থীদের কল্যান করবে, ক্যাম্পাসের সমস্যা আইডেন্টিফাই করে সমাধান বের করতে পারবে সেই রাজনীতি আমরা চাই।দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “আগামীর দিন শুধু সম্ভাবনার। আমাদের প্রচুর মানব সম্পদ রয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের অনেক খনিজ সম্পদ রয়েছে। আমাদের যতো সম্পদ রয়েছে এগুলো কে সঠিক ভাবে ব্যবহার করার জন্য আমাদের দেশের কর্তাব্যক্তিরা তেমন ভাবে না। এগুলো নিয়ে ভাবার মতো নেতৃত্ব আমাদের দরকার। আমাদের দেশ নদীমাতৃকতা নিয়ে গড়ে উঠেছে।  আমরা এই নদীগুলোকে একটা সুন্দর পর্যটন স্থানে পরিনত করতে চাই। দেশকে সফলতার সর্বচ্চো চূড়ায় নিয়ে যেতে চাই।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
 
                                    
 
                                 
                                 
                                 
                                