ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোয়াইনঘাটে এডভোকেট শামসুজ্জামান জামান’র সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত


অক্টোবর ২৮, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি:   সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের সাবেক কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে দরিদ্র বানিয়ে রাখা হয়েছে। বিগত ১৭ বছর ধরে এ এলাকা উন্নয়নবঞ্চিত। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ বিভিন্ন খাতে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে এ অঞ্চলকে।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহিদ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচির প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট জামান বলেন, আমরা পিআর চাই না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি সংখ্যাগরিষ্ঠতার পক্ষে। মনোনয়ন নিয়ে বিভ্রান্তির কিছু নেই- আমি দলের কেন্দ্রীয় পদ থেকে সরে দাঁড়িয়েছিলাম মাত্র, বিএনপিরই একজন কর্মী হিসেবে আছি এবং থাকব।সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. রুহুল আমিন। পরিচালনা করেন সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আছলাম উদ্দিন।
বক্তব্যে এডভোকেট জামান আরও বলেন, দল যাকে মনোনয়ন দেবে, আমি ধানের শীষের পক্ষে কাজ করে যাব। তবে মনে রাখবেন, আপনারা প্রয়াত সাংসদ দিলদার হোসেন সেলিমের উত্তরসূরী। তাই আপনারাই ভালো জানেন, এই আসনের জন্য কে বেশি যোগ্য।সভা শেষে গোয়াইনঘাট বাজারে বিএনপি মনোনয়নপ্রত্যাশী এডভোকেট জামানের নেতৃত্বে তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।