ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫

একাধিক দাবিতে ছাত্রদলের স্মারকলিপি


অক্টোবর ২১, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি:   বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণ, ফায়ার সার্ভিস সাবস্টেশন স্থাপনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা  ছাত্রদল। মঙ্গলবার  (২১ অক্টোবর) দুপুর ৩টার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর তারা এটি প্রদান করে।এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, আবু দাউদ, আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা।

তাদের দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন, চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ফায়ার সার্ভিস সাবস্টেশন স্থাপন ও পার্শ্ববর্তী এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ, টেকসই ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, জিমনেশিয়ামে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নিরাপদ ব্যবস্থা গ্রহণ,নিয়োগ বোর্ডে ফ‍্যাসিস্ট ও দলীয় প্রভাবমুক্ত স্বচ্ছতা বজায় রাখা এবং আবাসিক হল ও ক্যাম্পাসের খাবারের মান উন্নয়ন ও নিয়মিত তদারকি নিশ্চিতকরণ।স্মারকলিপিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির আশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন উপস্থাপিত দাবিগুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় আরও আধুনিক, সুন্দর ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।