ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

জুলাই সনদে স্বাক্ষর না করা নিয়ে এনসিপির দাবীগুলো সরকার বিবেচনা করবে : ধর্ম উপদেষ্টা


অক্টোবর ১৭, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া প্রতিনিধি:   জুলাই সনদে এনসিপি আজকে স্বাক্ষর না করলেও পরে করার সুযোগ আছে। তাদের দাবীগুলো সরকার বিবেচনা করবে বলে জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।শুক্রবার ( ১৭ অক্টোবর) সন্ধায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অবস্থিত বৌদ্ধ ধর্মালম্বীদের “সাভার বন বিহার” -এ আয়োজিত কঠিন চিবর দান অনুষ্ঠানে উপস্থিত হয়ে গনমাধ্যমকে এসব কথা জানান তিনি।এসময়, উপদেষ্টা এনসিপির দাবিগুলো নিয়ে সমঝোতায় আসা গেলে তারা সাক্ষর করবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া সেইফ এক্সিট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমরা দেশের কঠিন সময়ে দায়িত্ব নিয়ে ১৫ মাস অতিবাহিত করেছি। দিন রাত প্ররিশ্রম করে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে চাই। এবং গৌরবের ভাগীদার হতে চাই। সুতরাং সেইফ এক্সিটের প্রয়োজন নেই।অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ ধর্মালম্বীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।