রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এ আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে আজ সোমবার এক সভা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৩টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই সভায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সভাপতিত্ব করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান ও সহকারী প্রক্টরবৃন্দ, রাকসু কোষাধ্যক্ষ ও চিফ রিটার্নিং অফিসার প্রফেসর মো. সেতাউর রহমান ও রিটানিং অফিসারবৃন্দ, রাকসু প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম ও নির্বাচন কমিশনারবৃন্দ, হল প্রাধ্যক্ষ ও হল ছাত্র সংসদ নির্বাচনের রিটানিং অফিসারবৃন্দ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু সুফিয়ান ও অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান পিপিএম, রাজশাহী বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল হাসিবুল হক, র্যাব-৫ এর সিনিয়র এএসপি সালমান ফার্সী, আরএমপি’র উপ-কমিশনার মো. গোলাম রব্বানী শেখ পিপিএম (বার), মতিহার জোনের উপ-কমিশনার মো. মমিনুল করিম, ডিবি’র উপ-কমিশনার মাঈনুল ইসলাম পিপিএম (বার), সিটিএসবি’র উপ-কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম পিপিএমসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় উপাচার্য আসন্ন রাকসু ও সংশ্লিষ্ট অন্যান্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনের দিন এবং এর আগে-পরে ক্যাম্পাসে আইনÑশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা রক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। এসময় আরএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রয়োজন অনুযায়ী কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা সম্পর্কে সভাকে অবহিত করেন। সভায় উপস্থিত রাকসু প্রধান নির্বাচন কমিশনার এবং হল ছাত্র সংসদ নির্বাচনের রিটানিং অফিসারবৃন্দ হলসমূহেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।ক্যাম্পাসের পরিস্থিতি নিয়মিতভাবে মনিটর করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সাথে সমন্বয় করার জন্য উপাচার্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। সকলের সম্মিলিত প্রয়াসে আসন্ন রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

