ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

হবিগঞ্জে বাস খাদে, আহত অন্তত ৩৫


অক্টোবর ১৩, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি বাস অতিরিক্ত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ৩৫ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাই। দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।”দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।