ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

সখীপুরে মুসলিম জুয়েলার্সকে ১ লাখ টাকা জরিমানা।


অক্টোবর ৮, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

রফিকুল ইসলাম (টাংগাইল) জেলা প্রতিনিধি:    সখীপুরে মুসলিম জুয়েলার্সকে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ ৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শামছুন নাহার শীলাআদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এছাড়াও একই দিন উপজেলা যাদবপুর ইউনিয়নে নলুয়া বাজারে “মেসার্স রনি ইঞ্জিনিয়ারিং’ ওয়ার্কশপে ক্যালিব্রেশন সনদবিহীন ০২ (দুই)টি ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, মুসলিম জুয়েলার্সের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে —, স্বর্ণ ক্রয় করার সময় ওজন কম করা, আর বিক্রির সময় ওজন বেশি করা। এসব প্রতারণার দায়ে মুসলিম জুয়েলারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্বর্ণ মাপার স্কেলে এমন প্রতারনার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।