মাদারীপুর প্রতিনিধি: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তির দাবিতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে জেলা শহরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমীন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ওসামা খান মাদানী।
এ সময় উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পীর সাহেব চরমোনাই মনোনীত মাদারীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা এস এম আজিজুল হক,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) মুফতি ওসামা খান মাদানী,
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম,
সহ-সভাপতি হাজী আজিজুল হক মল্লিক,
সদর থানার সভাপতি মিরাজুল ইসলাম,
এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী ইব্রাহিম খলিলসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

