ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কা সাইকেল আরোহীর মৃত্যু


অক্টোবর ৩, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে প্রতিনিধি:   সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আবদুল খালেক (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়াস্থ আবদুল হাদী দুলালের ছেলে।আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে ছোট কুমিরা ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।স্হায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে সাইকেল চালিয়ে আবদুল খালেক ছোট কুমিরা দিকে যাওয়ার পথে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

এসময় ফায়ার সার্ভিসের টিম তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি সাইকেলে থাকা আরোহীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নিয়ে গেলে সেই খানে তার মৃত্যু হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।