ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আমির হামজাকে উকিল নোটিশ


সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ইসলামি বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।মঙ্গলবার সুপ্রিমকোর্টের আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সিনেট সদস্য শিহাব উদ্দিন খান এই নোটিশ পাঠান। এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে আমির হামজাকে।

নোটিশটি কুষ্টিয়ার গ্রামে অবস্থিত আমির হামজার স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী শিহাব উদ্দিন খান।তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে সম্পূর্ণ ভিত্তিহীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন আমির হামজা। এর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাকে ৪৮ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এক বক্তব্যে আমির হামজা দাবি করেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে সুযোগ পেয়েছিলেন এবং সেখানে থাকা অবস্থায় দেখেছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্ররা সকালে ‘মদ’ দিয়ে কুলি করে। এতে সমালোচনার মুখে পড়েন এই ইসলামি বক্তা। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। আজ তার বিরুদ্ধে আইনি নোটিসও পাঠানো হলো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।