ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

জাকসু নির্বাচনের ভোট গুনতে সময় লাগল ৪০ ঘণ্টা


সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ৪০ ঘণ্টারও বেশি সময় পর অবশেষে শেষ হলো।সবশেষ ভোট গণনা করা হয় জাতীয় কবি কাজী নজরুল হলের। আজ বেলা পৌণে ৩টার দিকে এটি শেষ হয়।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আলাদাভাবে সব হলের ভোট গণনা শেষ হওয়ায় এখন সবগুলো ভোট যোগ করে তা আবার যাচাই করে ফল প্রকাশ হবে।

এর আগে, গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন রাত সোয়া ১০টায় শুরু হয় গণনা। আর আজ বেলা পৌণে ৩টার দিকে শেষ হলো ভোট গণনা।জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা নিয়ে এবং নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে একেকবার একেক প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন।এর মাঝে নির্বাচনী দায়িত্বে থাকা একজন শিক্ষকের মৃত্যু হয়। এছাড়া পদত্যাগ করেন একজন নির্বাচন কমিশনারও।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।