ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার কুটির মাঠে গরু সহ স্পটে একজনের মৃত্যু ও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায়। মৃতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা।(গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার) সকাল ছয়টার সময় তালসার হাজী পাড়ার মৃত খেজের আলীর ছেলে ইকতার হোসেন (৩৫)লাঙ্গল গরু নিয়ে একই গ্রামের মৃত আমীর আলীর ছেলে শাহাদাৎ হোসেনের বাদাম লাগানোর জন্য জমি চাষ করতে যায়।
গরুর কাঁধে লাঙ্গল জোয়াল লাগিয়ে চাষ শুরু করতে গেলে।পাশ্ববর্তী একই গ্রামের মনু মিয়ার ছেলে আজিজুল (৩৫) নিজের ড্রাগন বাগানে শিয়াল ও চোর প্রবেশ ঠেকাতে চিকন জি আই তার ব্যবহার করে বিদ্যুতায়িত করে রাখেন। সেই তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গরু পড়ে যায়। চাষি ইকতার গরু পড়ে যাওয়া দেখে কিছু না বুঝতে পেরে গরু উঠানোর চেষ্টা করে ছিটকে গিয়ে পড়ে।পরবর্তীতে জমি মালিক শাহাদাৎ হোসেন গরু উদ্ধার করতে গিয়ে স্পটেই চাষের গরু সহ বিদ্যুতায়ীত হয়ে মারা যায়।
পরবর্তীতে স্হানীয়রা মৃত শাহাদাৎ এর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।আহত ইকতার হোসেন কে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায়।পরবর্তীতে মৃত শাহাদাৎ হোসেন এর স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে ড্রাগন বাগানের মালিক আজিজুলের বিরুদ্ধে কোটচাঁদপুর মডেল থানায় ৪/৯/২৫ তারিখে ধারা ৩০৪- ক/৪২৭ পেনাল কোড ১৮৬০ মামলা দায়ের করেন,যার মামলা নম্বর ২)।

