ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩


সেপ্টেম্বর ৫, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া প্রতিনিধি:   সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।শুক্রবার (৫ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার নবীনগর এলাকার সেনা অডিটোরিয়ামের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার গোয়ালন্দ গ্রামের অনিল সরকারের ছেলে শ্রী রঞ্জিত (৩০), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দামকুড়া গ্রামের মৃত বাচ্চুর মেয়ে মোছা.বেবী (৩৩) ও একই গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে মো. মামুনুর রশিদ (৪৫)।

পুলিশ জানায়, এসআই মো. মাহমুদুল হাসান ও এএসআই মো. আসাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন,এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।