ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে গৃহবধূ সালমা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন


সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:    হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধূ সালমা বেগম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার কুর্শি পয়েন্টে এই কর্মসূচি পালন করেন স্থানীয় চার গ্রামের হাজারো মানুষ।নিহত সালমার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আল্টিমেটাম দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।মানববন্ধনে কুর্শি, ষাটকাহন, ফুটারমাটি ও নোয়াগাঁও গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। ব্যানার ও পোস্টার হাতে তারা ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন।

এসময় বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার, শ্রমিক নেতা জামাল আহমদ, কুর্শির বিশিষ্ট মুরব্বি গুলেমান খান, কাহার চৌধুরী, নাইম চৌধুরী, জিলাদ মিয়া, ফাহিম চৌধুরী, মাজউদ্দিন, নাজিম উদ্দিন, হারুন চৌধুরী, রব্বুল মিয়া, ছনর মিয়া, কবির মিয়া, অভিনাশ সূত্রধর, সুমন মিয়া, ফুরুক মিয়া, পঙ্কি মিয়াসহ অনেকে।বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৮ আগস্ট বিকেল সাড়ে ৪টায় নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে স্বামীর বাড়ি থেকে সালমা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সালমার বাবার বাড়ি কুর্শি গ্রামের লোকজনের দাবি, এটি আত্মহত্যা নয়; তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

তারা বলেন, মরদেহ গোসল করানোর সময় মহিলারা শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পান। এমনকি ঘটনার ধামাচাপা দিতে শ্বশুরবাড়ির লোকজন মোটা অঙ্কের টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলেও অভিযোগ ওঠে।এ ঘটনায় সালমার পরিবার হবিগঞ্জ আদালতে ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে, যার মধ্যে সালমার স্বামীকেও প্রধান আসামি করা হয়েছে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ হলেই প্রকৃত ঘটনা আরও স্পষ্ট হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।