ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫

লৌহজংয়ে বাল্কহেড আটকিয়ে চাঁদাবাজির অভিযোগ কলমা ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে


আগস্ট ২৬, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:    মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহরি তালতলা খালের পদ্মা নদীর মুখে বাল্কহেড আটকিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন খন্দকার ও তার সহযোগীদের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১আগস্ট) রাতে ডহরি-বালিগাও খাল থেকে তুহিন খন্দকারের নেতৃত্বে ৩-৪টি বাল্কহেড আটকানো হয়। প্রথমে একটি বাল্কহেডে ভাঙচুর চালানো হয় এবং পরে সালিসির নামে মালিকদের কাছে ৫ লাখ টাকা জরিমানা দাবি করা হয়। অভিযোগ রয়েছে, টাকা না দিলে বাল্কহেড নদীতে ডুবিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

জাহাজের মাস্টার জানান, তাকে স্থানীয় একটি স্কুলে আটকিয়ে খালে বাল্কহেড চলাচলের কারনে ৩ লাখ টাকা জরিমানা দিতে বলেন তুহিন খন্দকার।জাহাজের মালিক মো. শহিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসন যদি জরিমানা করে, আমি তা দিতে বাধ্য। কিন্তু একজন রাজনৈতিক নেতা আমার কাছে টাকা দাবি করছেন—এটা কি ধরনের বিচার?” আর প্রশাসন আমাদের এই খাল ব্যবহার করতে নিষেধ করলে আমরা এই খাল ব্যবহার করবোনা। তাহলে তুহিন খন্দকার কেনো আমাদের কে অনৈতিক প্রস্তাব দিবে।স্থানীয় সচেতন মহল এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

এবিষয়ে কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন খন্দকার বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি তবে উপজেলা প্রশাসন (ইউএনও) আমাকে খালে বাল্কহেড চলাচল বন্ধ রাখতে বলেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন এ বিষয়ে বলেন, “আমাদের পক্ষ থেকে কাউকে বিচার বা সালিসি করে টাকা নেওয়ার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এমনকি কোনো রাজনৈতিক ব্যক্তিকেও বাল্কহেড আটকানোর অনুমতিও দেয়া হয়নি। তুহিন খন্দকার প্রশাসনের নামে কাজ করে থাকলে তা গুরুতর অপরাধ।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।