ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫

টঙ্গীবাড়ীতে ফি নেওয়ার নিষেধাজ্ঞা থাকা সত্বেও ফি নিলেন প্রধান শিক্ষক


আগস্ট ২৬, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি:    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নিতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেম হোসেন এর বিরুদ্ধে।সরেজমিনে বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নপত্রের অপেক্ষায় বসে আছে। অনেক শিক্ষার্থী জানায়, তাদের কাছ থেকে ৫০ টাকা করে ফি নেওয়া হয়েছে।

এ বিষয়ে নিতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাদেম হোসেন জানান, “আগে ফি নেয়া হতো না, তবে এবার ফি নেওয়া হচ্ছে এবং এর বৈধতা আছে।”এবিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাফেজা খাতুন বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি নেওয়ার কোনো অনুমতি নেই। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের নির্দেশনা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।