ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

সন্ত্রাস-চাঁদাবাজির আসামি যুবলীগ নেতা লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ


আগস্ট ২২, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও উপজেলা যুবলীগের সহসভাপতি রফিকুল ইসলাম লিটনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শ্রীরামদী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত লিটন ওই এলাকার মৃত আব্দুস সালাম লালু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি, জমি দখল ও হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল লিটন। বিভিন্ন সময়ে মসজিদ-মাদ্রাসার হুজুরদের ওপর হামলা, ঈদগাহ মাঠ জবরদখল, পছন্দমতো মসজিদ ও ঈদগাহ কমিটি গঠন এবং মসজিদের নির্মাণকাজের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে স্থানীয় মুসল্লিদের অন্যত্র গিয়ে নামাজ আদায় করতে হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন নির্বাচনে তিনি ভোট কেন্দ্র দখল, হামলা ও জোরপূর্বক প্রভাব বিস্তারের নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২১ সালের পাকুন্দিয়া পৌর নির্বাচনে তার নেতৃত্বে ব্যাপক অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটেছে।পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজায়েত হোসেন বলেন, “দীর্ঘদিনের চেষ্টা ও গোয়েন্দা তৎপরতার পর কুখ্যাত যুবলীগ নেতা লিটনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলার আসামি।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।