বিশেষ প্রতিনিধিঃ বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স এর ১১১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে চেয়ারম্যানের দায়িত্ব পান জুল আফরোজ মজুমদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান-জুবায়ের তানভীর সিদ্দিক,মহাসচিব কেএম হারুন, সিনিয়র যুগ্ম মহাসচিব- আশিকুল ইসলাম, এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নুরনবী পাশা সবুজ । দীর্ঘদিন অনলাইন ও অফলাইনে বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে কাজ করে আশা এই সংগঠনটির সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন স্কোয়াড্রন লেডার অবঃ ওয়াহিদ উন নবী। ১১১ বিশিষ্ট কমিটি ছাড়াও উপদেষ্টা হিসাবে আছেন,বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ,মোঃ শহিদুল ইসলাম বাবুল, স্কোয়াড্রন লেডার অবঃ ওয়াহিদ উন নবী,ফ্লাইট লে. হারুন অর রশিদ,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য-শেখ রবিউল আলম রবি প্রমুখ। কমিটির সকল পদস্থ ও সদস্যদের নিয়ে দেশের গণতন্ত্র পূর্ণদ্ধারে বিএনপির পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যায় তাদের ।
বার্তা প্রেরক,
আবু হাসান মাসুদ
দপ্তর সম্পাদক জিসাফো