ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

পাকিস্তান এশিয়া কাপ বয়কট করায় বিশাল সুখবর পেল বাংলাদেশ


আগস্ট ১৮, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভোরের  খবর ডেস্ক:   কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ভারতের সঙ্গে দ্বন্দ্বের জেরে এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে পাকিস্তান। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিলো। তবে পাকিস্তানের নাম প্রত্যাহারের পর আজ বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)।কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ভারতের সঙ্গে দ্বন্দ্বের জেরে এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে পাকিস্তান। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিলো।

তবে পাকিস্তানের নাম প্রত্যাহারের পর আজ বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)।সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান।তিনি বলেন, আমরা আজ দুপুরের দিকে এএইচএফ থেকে আমন্ত্রণ পেয়েছি। আমরা এশিয়া কাপে অংশ নেব। প্রস্তুতিও চলছে।কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ভারতের সঙ্গে দ্বন্দ্বের জেরে এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে পাকিস্তান। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিলো। তবে পাকিস্তানের নাম প্রত্যাহারের পর আজ বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)।

সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান।তিনি বলেন, আমরা আজ দুপুরের দিকে এএইচএফ থেকে আমন্ত্রণ পেয়েছি। আমরা এশিয়া কাপে অংশ নেব। প্রস্তুতিও চলছে।পাকিস্তান এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে এই গুঞ্জন ওঠার পরই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গত ১৪ আগস্ট থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। কোচ মশিউর রহমানের তত্ত্বাবধানে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ স্কোয়াডের ১০ জন এবং সিনিয়র দলের ১৮ জনকে নিয়ে চলছে অনুশীলন।‎১৯৮২ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপের প্রতিটি আসরেই বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এবার এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি সোহানুর রহমান -পুষ্কর খিসারা। তবে তৃতীয় অবস্থানে থাকায় পাকিস্তানের অনুপস্থিতিতে জায়গা পেয়েছে বাংলাদেশ।

কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ভারতের সঙ্গে দ্বন্দ্বের জেরে এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে পাকিস্তান। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিলো। তবে পাকিস্তানের নাম প্রত্যাহারের পর আজ বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)।সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান।তিনি বলেন, আমরা আজ দুপুরের দিকে এএইচএফ থেকে আমন্ত্রণ পেয়েছি। আমরা এশিয়া কাপে অংশ নেব। প্রস্তুতিও চলছে।পাকিস্তান এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে এই গুঞ্জন ওঠার পরই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গত ১৪ আগস্ট থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। কোচ মশিউর রহমানের তত্ত্বাবধানে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ স্কোয়াডের ১০ জন এবং সিনিয়র দলের ১৮ জনকে নিয়ে চলছে অনুশীলন।

‎১৯৮২ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপের প্রতিটি আসরেই বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এবার এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি সোহানুর রহমান -পুষ্কর খিসারা। তবে তৃতীয় অবস্থানে থাকায় পাকিস্তানের অনুপস্থিতিতে জায়গা পেয়েছে বাংলাদেশ।আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের রাজগিরে হবে ছেলেদের এশিয়া কাপ হকির ১২ তম আসর। এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দেশ দক্ষিণ কোরিয়া; তারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত ছাড়াও আছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান ও চাইনিজ তাইপে।এশিয়া কাপের এই আসর ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্বও। আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হবে ছেলেদের হকি বিশ্বকাপ। এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়া দল সরাসরি ১৬ দলের সেই মহামঞ্চে জায়গা করে নেবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।