মিয়ানমার সেনাবাহিনী ও স্বাধীনতাকামী শান স্টেট আর্মি-নর্থ (এসএসএ-এন)-এর সঙ্গে সংঘর্ষে শান রাজ্যের উত্তরাঞ্চলে শিপাও টাউনশিপ থেকে দুইশয়েরও বেশি মানুষ পালিয়ে গেছে।
এসএসএ-এন হলো শান স্টেট প্রগ্রেস পার্টির সশস্ত্র শাখা।
বুধবার সন্ধ্যায় নার ওন গ্রামের কাছে সংঘর্ষ শুরু হয়ে। ফলে সেখান থেকে লোকজন ১১ কিলোমিটার দূরে সাউং কাই গ্রামে পালিয়ে যায়। শান রাজ্যের এমপি সি খাম মং বলেন, সিপাও শহর থেকে ৫০ কিলোমিটারের বেশি দূরে এই সংঘর্ষ হয়। সেখান থেকে দুই শয়ের বেশি মানুষ পালিয়ে গেছে।
সংঘর্ষে বেসামরিক হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মং বলেন, দুই পক্ষ অপ্রত্যাশিতভাবে মুখোমুখি হয়ে পড়ায় সংঘর্ষ বাঁধে।
মিয়ানমার সেনাবাহিনীর দাবি তারা করোনা মহামারীর কারণে একতরফা যুদ্ধ বিরতি পালন করছে। শান রাজ্যও এই যুদ্ধবিরতির আওতায়। ৩১ আগস্ট পর্যন্ত যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। তবে বিভিন্ন এলাকায় সেনা টহল চলছে বলে সেনবাহিনীর জনসংযোগ বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন জানিয়েছেন।