কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ঢাকা, ১৪ আগস্ট — বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
মতবিনিময় সভায় বৌদ্ধ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি দয়াল কুমার বড়ুয়া ফুল দিয়ে অধ্যাপক রমজান আলীকে স্বাগত জানান। এ সময় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য কিশোর কুমার বড়ুয়া বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন আদ্বীপ মিডিয়া সেন্টারের এমডি মোশতাক আহমদ, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং বৌদ্ধ ফেডারেশনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক রমজান আলী বলেন, “জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সব ধর্মের মানুষ ন্যায়বিচার, ইনসাফ ও নিরাপত্তা পাবে।” তিনি বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।