ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে প্রকাশ্যে চলছে ড্রেজার; খবর পেয়েই এসিল্যান্ড এর অভিযান


আগস্ট ১৩, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের নয়না গ্রামের কালিবাড়ি-বাঘিয়া রাস্তা সংলগ্ন খালে অবৈধ ড্রেজার বসিয়ে ফসলি জমি ভরাটের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ওয়াজেদ ওয়াসিফ। এসময় ড্রেজারের পাইপ ভেঙে দেওয়া হয় এবং মেশিন ও পাইপ লাইন অপসারণ করা হয়। বুধবার (১৩আগস্ট) বিকেল ৩ টায় এই অভিযান পরিচালনা করেন তিনি।

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ওয়াজেদ ওয়াসিফ বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কালিবাড়ি-বাঘিয়া রাস্তা সংলগ্ন খালে অবৈধ ড্রেজার বসিয়ে ফসলি জমি ভরাট চলছে। পরে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ লাইন অপসারণ করা হয়। তিনি আরো জানান ফসলি জমি রক্ষার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।