ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২০
আজকের সর্বশেষ খবর

লেবাননের ভূখণ্ডে ইসরাইলি ড্রোন বিধ্বস্ত


জুলাই ২৭, ২০২০ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন লেবাননের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে তৎপরতা চালাতে গিয়ে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে ইহুদিবাদী সামরিক বাহিনী গতকাল (রোববার) জানিয়েছে।

ইসরাইলি বাহিনী দাবি করছে, লেবাননের ভূখণ্ডে তাদের ড্রোন বিধ্বস্ত হলেও এ থেকে কোনো ধরনের তথ্য ফাঁস হয়ে যায় নি। এদিকে, ইসরাইলের গণমাধ্যম দাবি করেছে- প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে।

এর আগে গতকাল দিনের প্রথমভাগে লেবাননের সামরিক বাহিনী জানিয়েছিল, ইসরাইলের কয়েকটি ড্রোন দেশের দক্ষিণ অংশে প্রবেশ করেছে এবং দুই দিনে অন্তত ২৯ বার আকাশসীমা লঙ্ঘন করেছে।

ইসরাইল বলছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকি বেড়ে যাওয়ার কারণে উত্তর সীমান্তে তারা সেনা মোতায়েন জোরদার করেছে। এরপর লেবাননের আকাশসীমায় ইসরাইলি ড্রোনের দফায় দফায় অনুপ্রবেশের খবর বের হলো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।