রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত মূল আসামি গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী মানববন্ধন করেছে।
আলমবিদিতর ইউনিয়নের নগর ডাঙ্গি পাইকান এলাকার আব্দুর রশিদের ছেলে রোমান এবং জাকিরুলের ছেলে মারফ গত ৫ আগষ্ট নিখোঁজ হওয়া পর ৬ আগষ্ঠ অবৈধ বালু উত্তোলনের পয়েন্ট থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় গঙ্গাচড়া মডেল থানা পুলিশ একজন ট্রলি চালক ব্যাতীত এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেফতার করতে না পারার প্রতিবাদে ১১ আগষ্ট হত্যা কারিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।
স্হানীয় দেলোয়ার হোসেন বলেন, দুটি নিষ্পাপ শিশুকে অমানবিকভাবে হত্যা করা হলো কিন্তু মরদেহ উদ্ধার হওয়ার ৫ দিন পার হলেও এখন পর্যন্ত একজন ট্রলি ড্রাইভার ছাড়া মূল আসামি কাউকেই গ্রেফতার করা হয় নাই। আমরা দ্রুত আসমি গ্রেফতার দেখতে চাই, বিচারের মাধ্যমে তাদের ফাঁসি চাই।একই এলাকার আমিনুর ইসলাম বলেন, পুলিশ প্রশাসন কেন এখনো আসামি গ্রেফতার করলো না আমরা এটা নিয়ে হতাশ। আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত আসামী গ্রেফতার করুন।
এ বিষয়ে পুলিশ সুপারের সাথে কথা হলে তিনি বলেন, আমরা মামলা নিয়েছি। একজন গ্রেফতার আছে আমরা তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বাকিদের গ্রেফতার করা হবে।জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, ভুক্তভোগী অবিভাবকরা আমার সাথে সাক্ষাৎ করেছেন। তাদের সাথে প্রয়োজনীয় কথা হয়েছে। থানা পুলিশকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য বলেছি।

