ঝিনাইদহ প্রতিনিধি: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে নৃশংসভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালীগঞ্জ প্রেস ইউনিটির উদ্যোগে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা। আজ সোমবার (১১আগস্ট ২০২৫) বেলা ১১টায় নিমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন থানা সড়কে আয়োজিত মানববন্ধনে অংশ নেন ঝিনাইদহ জেলা ও ছয়টি উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হোক। এছাড়াও পরিবারের পাশে দাঁড়ানোর দাবি করা হয়। সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।
এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানানো হয়। একই সঙ্গে আগামীতে যেন সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করারও দাবি করা হয়। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন নেতারা।
এসময় মানববন্ধনে কালীগঞ্জ প্রেস ইউনিটির সভাপতি,জাতীয় দৈনিক বাংলার দূত এর স্টাফ রিপোর্টার সাংবাদিক রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক, জাতীয় দৈনিক নাগরিক ভাবনা’র জেলা প্রতিনিধি সাংবাদিক মো:আবুল কালাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক শহিদুল এনাম পল্লব,সাধারন সম্পাদক বিএম আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান ডলার, দপ্তর সম্পাদক, তৌফিকুর রহমান রাজন,আসলাম হোসেন, লিংকন,মোঃ লতা মিয়া। আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জনাব ইসরাইল হোসেন জীবন (ভিপি ইসরাইল), ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য,কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও কালীগঞ্জ উপজেলা দলিল লেখক কমিটির যুগ্ম আহবায়ক জনাব আজিজুল ইসলাম লষ্কার,,কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য মিরু খান।
এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সঙ্গে বিবাদে জড়ায় কয়েকজন দুর্বৃত্ত। সে ঘটনা মোবাইলে ভিডিও করেন সাংবাদিক তুহিন। এরপর দুর্বৃত্তরা তুহিনকে ধাওয়া দেয়। একপর্যায়ে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে তুহিনকে হত্যা করা হয়।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

