ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

কাজিপুরের ধানক্ষেতের পাশে ডোবা থেকে একজনের মরদেহ উদ্ধার


আগস্ট ১০, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুরে মধানক্ষেতের পাশের ডোবা থেকে সবুর মিয়া (৪৬) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।সবুর মিয়া উপজেলার বরশিভাঙ্গা গ্রামের মৃত মাজেম মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। দীর্ঘদিন ধরে স্ত্রী সন্তান নিয়ে তিনি উপজেলার পশ্চিম খুকশিয়ায় শ্বশুরবাড়িতে ঘর জামাতা থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (শনিবার) সন্ধ্যায় বরশিভাঙ্গা-কবিহার সড়কের পাশের নির্জন এলাকার একটি ছোট ধানক্ষেতের পাশের ডোবায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। বিষয়টি জানাজানি হলে নিহতের ভাই এবং শ্বশুরবাড়ির লোকজনও ঘটনাস্থলে যান। সবুর মিয়া মাঝেমাঝে তার গ্রামের বাড়িতে গেলেও তাদের নিজ বাড়িতে না থেকে প্রতিবেশিদের বাড়িতে থাকতেন।

নিহতের স্ত্রীর বড় ভাই মজনু মিয়া বলেন, ‘ ভাইদের সাথে সবুরের পারিবারিক সম্পর্ক ভালো না। সে কারণে স্ত্রী সন্তান নিয়ে পশ্চিম খুকশিয়ায় থাকতো সে। ওখান থেকে এসে বরশিভাঙ্গায় তার জমিজমা আবাদ করতো।’নিহতের স্ত্রী বলেন, ‘গতকাল সকালে জমিতে আবাদ করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আমরা ভেবেছি পাশেই আমার ভাইয়ের বাড়ি আছে হয়তো সেখানে তিনি আছেন। কিন্তু আজ সকালেও তিনি বাড়ি না ফিরলে আমরা খুঁজতে থাকি। পরে আজ এই ধান খেতে তার লাশ পাওয়া গেলো।’

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি। সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি দলও ঘটনাস্থলে এসেছিলো। লাশটির গা দিয়ে ফোসকা পড়ে গেছে। মুখমন্ডল ফুলে গেছে। প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন না পেলেও সন্দেহ হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর আসল ঘটনা উদঘাটন সম্ভব হবে।’ এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।