ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

রাজনৈতিক বিতর্ক পেরিয়ে আবার দায়িত্বে কিশোরগঞ্জের এসপি


আগস্ট ৪, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশযাত্রার ঘটনায় প্রত্যাহারের প্রায় তিন মাস পর কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী আবারও দায়িত্বে ফিরেছেন। তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাঁকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) খন্দকার শামীমা ইয়াছমিনের সই করা চিঠিতে মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জের এসপি হিসেবে ফেরার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, গত ৭ মে দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংকক যান সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর তাঁর বিদেশযাত্রা রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর জের ধরে তাঁর নিজ জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। পাশাপাশি ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘটনার পেছনে মূল অভিযোগ ছিল, কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় আবদুল হামিদ আসামি হয়েও তাঁর বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এ ঘটনায় পুলিশ সদর দপ্তর ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে দুটি কমিটিই কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানায় এবং তাঁদের নির্দোষ প্রমাণ করে অব্যাহতির সুপারিশ করে।তদন্ত চলাকালে কিশোরগঞ্জের পুলিশ সুপারের পদটি শূন্য ছিল। অবশেষে পুনর্বহালের নির্দেশ পেয়ে আবারও দায়িত্বে ফিরলেন মোহাম্মদ হাছান চৌধুরী।

দায়িত্বে ফেরার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসপি মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, “আমি কিশোরগঞ্জ স্টেশনেই আছি। সবার সহযোগিতা ও দোয়া চাই, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে পারি।”উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষনেতাকে আসামি করা হয়। চিকিৎসা শেষে এক মাস পর ৮ জুন দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।