কিশোরগঞ্জ সদর প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে “প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বিকেল ৩টায় ইউনিয়নের আলহাজ্ব তাজমুল খাঁন উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচের উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মারিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ হুজ্জি কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জার্মান প্রবাসী হাফেজ মাওলানা প্রফেসর আজিজুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের মাদকের ছোবল থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলেই সমাজ ও দেশ উপকৃত হবে। ইসলামী আন্দোলনের এ ধরনের উদ্যোগ তরুণদের অনুপ্রেরণা জোগাবে। আমি নির্বাচনে জয়ী হলে বিন্নাটি ইউনিয়নে একটি খেলার মাঠ করে দেওয়ার চেষ্টা করব।”
সভাপতির বক্তব্যে হাফেজ হুজ্জি কামরুল ইসলাম বলেন,
“মাদক ও সামাজিক অবক্ষয় থেকে বাঁচতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মারিয়া ইউনিয়নে প্রতিবছর আমরা এ ধরনের আয়োজন করে থাকি, যাতে তরুণরা ইতিবাচক কাজে যুক্ত হয়।”
ম্যাচে স্থানীয় তরুণদের অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলায় ১/২ নং ওয়ার্ডের পেরাভাঙ্গা, জাটা শিরা ও খিলপাড়া গ্রামের দল মুখোমুখি হয় ৩/৪ নং ওয়ার্ডের পাঠানকান্দি ও কাতিয়াচর গ্রামের দলের সঙ্গে। রোমাঞ্চকর এই খেলায় ৩/৪ নং ওয়ার্ডের দল ১-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় এবং ১/২ নং ওয়ার্ডের দল রানারআপ হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ফখর উদ্দিন আকন্দ, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের ও আব্দুল্লাহ আল-হারুন (মাসুম)। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।