বিনোদন ডেস্কঃ মুঠোফোন ও টিকটক এর এই সময়ে ঘরবন্দী হয়ে শতভুল এডিট করে সেলেব্রিটি হতে চায় বর্তমান! শত শত মানুষের সামনে দাঁড়িয়ে অভিনয় করার জন্য যে সাহস,নিষ্ঠা, একাগ্রতা নিয়ে কাজ করতে হয় সেটাই বা কতটা জানে এই প্রজন্ম? দীপ্ত টিভির ধারাবাহিক নাটক, হরি সংকর এর উপন্যাস অবলম্বনে তৈরি “জলপুত্র”,ঈদের নাটক বৃশ্চিক, ডকুমেন্টারী ফ্লিম “দ্য সেইফ হাউজ” কিংবা হালের ওয়েব সিরিজ “সদরঘাটের টাইগার” এর দর্শক সমালোচকদের আলোচনায় চরিত্র অভিনেতা শাজাহান সম্রাট এখন তুঙ্গে। দীর্ঘ সময় মঞ্চ থেকে শুরু করে, পথ নাটক, স্টিল ফটোসেশান, টিভিসি, হিরো, এন্টি হিরো, চরিত্র অভিনেতা হিসেবে নিজের জাত চেনাতে কাজ করে চলছেন এই অভিনেতা। অভিনয় করেছেন থিয়েটার প্রডাকশনের মঞ্চ নাটক মানগুলা,ডাকঘর,তাইরালির বুকে মিজু মুন্সীর পা,চারদেয়াল,সবার উপর মানুষ সত্য তে। গতানুগতিক ধারার তুমি আমি, পাঁচ ছয় জনের মধ্যে চুলকানি, প্রেমের নাটকের কাজে গা বাচিয়ে চলা সম্রাট এর চাহিদা চ্যালেঞ্জিং চরিত্রের উপর। একই সাথে অভিনয় শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চায় অনেক উপরে। ইতিমধ্যে শাজাহান সম্রাট অভিনিত ইউরোপীয় চলচ্চিত্র নির্মাতা জ্যাক মীর নির্মিত “দ্য সেইফ হাউজ ” আমাজন প্রাইম এ প্রদর্শন করা হয়েছে। একই সাথে চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরুষ্কার ও পেয়েছে। অবসরে আড্ডা দিয়ে, গান শুনে সময় কাটাতে পছন্দ করেন এই অভিনেতা। আদি বাংলা পরিবারের পক্ষ থেকে তার জন্য শুভকামনা রইল।