ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

ভাটিয়ামেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগেভাগেই ছুটি, সরেজমিনে ৩:৩০ মিনিটে গিয়ে তালা ঝুলে থাকতে দেখা গেল


জুলাই ১৬, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের ভাটিয়ামেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়ম চলছেই। সরকারি নির্ধারিত সময় বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ক্লাস চালু রাখার নিয়ম থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না।আজ ১৬ জুলাই (মঙ্গলবার) বিকাল ৩টা ৩০ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে এবং কেউ উপস্থিত নেই। অর্থাৎ এখনও ক্লাস সময় বাকি থাকলেও বিদ্যালয় বন্ধ করে শিক্ষকরা চলে গেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন:
“বিষয়টি খুবই দুঃখজনক। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গম এলাকায় স্কুল হলেও সময় মেনে দায়িত্ব পালনের বিকল্প নেই।”
স্থানীয় অভিভাবকরা জানান,
“আমরা নিজের চোখে দেখেছি — স্কুল প্রতিদিনই আগেই বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।”উল্লেখ্য, এই বিদ্যালয়ের অনিয়ম নিয়ে এর আগেও একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।এবার সরাসরি সাংবাদিক উপস্থিত হয়ে বিদ্যালয় বন্ধ থাকার দৃশ্য প্রত্যক্ষ করায় বিষয়টি আরও স্পষ্টভাবে সামনে এসেছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।