ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

রাবিতে জুলাই ২০২৪ এর বিপ্লববার্ষিকীর সেমিনার সিরিজ শুরু


জুলাই ১৫, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফজলে হাসান (রাবি) প্রতিনিধি:   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই ২০২৪ এর বিপ্লববার্ষিকী উপলক্ষ্যে সেমিনার সিরিজ শুরু হয়েছে। এর প্রথম দিনে আজ মঙ্গলবার(১৫জুলাই) বিকেল ৩:৩০ মিনিটে সিনেট ভবনে অনুষ্ঠিত হয় ‘জুলাই ২০২৪: ছাত্রজনতার ঐক্যবদ্ধ সংগ্রামের গাথা’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। সেখানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাবি অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এম রফিকুল ইসলাম, ফাইন্যান্স বিভাগের প্রফেসর মো. আমজাদ হোসেন ও আইন বিভাগের প্রফেসর মোহাম্মদ আবদুল হান্নান।

অন্যদের মধ্যে জুলাই যোদ্ধা শিক্ষার্থী সুপ্রভা ইসলাম (সমাজকর্ম বিভাগ), ফজলে রাব্বি মো. ফাহিম রেজা (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ) ও সানজিদা ঢালী (আইন বিভাগ) সেমিনারে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে এই সেমিনারে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাগত বক্তব্য রাখেন ও সেমিনারটি সঞ্চালনা করেন।সেমিনারে আলোচকগণ বলেন, জুলাই ২০২৪ এর বিপ্লব সংঘটিত হয়েছিল পাঁচ সপ্তাহে। কিন্তু এর প্রেক্ষাপট রচিত হয়েছিল পনের বছরে। এই আন্দোলনে অংশ নিয়েছিল সর্বস্তরের জনগণ।

এই বিপ্লবের মধ্যে দিয়ে অবসান ঘটেছিল পনের বছরের দুর্নীতি ও অনিয়মের ওপর প্রতিষ্ঠিত অপশাসনের।তাঁরা আরো বলেন, বিশ্বের ইতিহাসে এই বিপ্লব ছিল নজিরবিহীন। এই বিপ্লবে সরকারের শীর্ষ থেকে নিম্নস্তরের সকলেই ছাত্রজনতার আন্দোলনের মুখে পালিয়েছিল। আমরা সাধারণভাবে আন্দোলনের গভীরতা যতটা দেখি বাস্তবে এর গভীরতা অনেক বেশি। বিপ্লবের সফলতার পেছনে ছিল ছাত্রজনতার অপ্রতিহত শক্তি। এখন সময় হয়েছে আমাদের অরক্ষিত স্বাধীনতাকে সুরক্ষিত করার। এজন্য প্রয়োজন বিপ্লবের প্রাণশক্তিকে ঐক্যবদ্ধ করা।আলোচকগণ আরো বলেন, বাংলাদেশে ১৯৫২-তে ভাষা আন্দোলন হয়েছে, ১৯৬৯-এ গণঅভ্যুত্থান হয়েছে, ১৯৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু এবারের এই ছাত্রজনতার অভ্যুত্থান সবদিক দিয়েই ভিন্নতর। এবারে জনগণ পনের বছরের অপশাসনে, নিপীড়ন-নির্যাতন থেকে মুক্তির অন্বেষায় দৃঢ় প্রত্যয়ী ছিল। জাতির অধিকার আদায়ের আন্দোলনে আমাদের ছাত্রসমাজ সবসময় সামনের সারিতে ছিল। তারা যখনই পথে নেমেছে তখনই বিজয় অর্জন করে ঘরে ফিরেছে। এবারও তাই হয়েছে। আমাদের ছাত্রজনতার শক্তি অপরাজেয়।

সেমিনারে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট অনেক বড়। এই আন্দোলনের শুরু হয়েছিল সুবিচারের জন্য, অধিকার আদায়ের জন্য, সমাজে সমতার জন্য। ছাত্রদের এই চাওয়াকে যখন মূল্যায়ন করা হলো না তখনই তারা আরো গর্জে উঠল, হল দৃঢ় প্রত্যয়ী। তাদের সাথে যোগ দিল আপামর জনগণ। মিলিত কণ্ঠে উচ্চারিত হলো এক দফা, এক দাবি। তা গন্তব্যে পৌঁছাল ৫ আগস্ট। অর্জিত হলো অপশাসন থেকে মুক্তি।উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে বলেন, বিশ্বের ইতিহাসে সফল বিপ্লবগুলোর মধ্যে অন্যতম জুলাই ২০২৪ এর বিপ্লব। এই বিপ্লবের অর্জনকে সংহত করতে হলে প্রয়োজন অপশাসক ও জাতির সম্পদ লুণ্ঠনকারি শক্তির বিচার। পাশাপাশি আমাদের সজাগ থাকতে হবে যাতে ফ্যাসিবাদী শক্তি আর কখনও মাথাচাড়া দিতে না পারে। জাতির মুরুব্বিরা যদি সমাজের আশা-আকাক্সক্ষা পূরণে ব্যর্থ হয় তবে তরুণ প্রজন্ম আবারও জাতির কল্যাণে এগিয়ে আসবে এটাই ইতিহাসের শিক্ষা।

সেমিনারের সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তৃতায় বলেন, জুলাই ২০২৪ এর বিপ্লবের একটি অন্তর্নিহিত প্রত্যাশা ছিল সমাজ ব্যবস্থায় গুণগত পরিবর্তন। নানা কারণে সে লক্ষ্যে কাক্সিক্ষত গতি দেখা যাচ্ছে না। কখনও কানে আসছে বিভেদের সুর। কিন্তু আমাদের ব্যর্থ হওয়া যাবে না। আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। অর্জন করতে হবে প্রত্যাশিত পরিবর্তন ও সংস্কার।এদিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটক ‘মহাকালের বীর’ মঞ্চস্থ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ প্রদর্শিত হয়।সেমিনার সিরিজের দ্বিতীয় দিনে আগামীকাল বুধবার বিকেল ৩:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে সেমিনার ‘শহীদ আবু সাঈদ ও জাগ্রত চেতনার বাংলাদেশ’। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আমার দেশ এর সম্পাদক ড. মাহমুদুর রহমান। এদিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে মঞ্চায়িত হবে ‘ইনকিলাব’ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ প্রদর্শিত হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।