আপন সরদার (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ইছামতির নদীর ভাঙন থেকে রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার সকালে উপজেলা আব্দুল্লাপুর ইছামতি নদীতীর বৃষ্টির মধ্যে দাড়িয়ে মানববন্ধন করে ভাঙন হুমকিতে থাকা স্থানীয়। এতে অংশনেয় এলাকাবাসী, জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষক সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
মানববন্ধনকারীরা জানান, আব্দুলাপুর ইউনিয়ন সংলগ্ন ইছমতি নদীতীর গতকয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়ে। এতে হাজারো মানুষের ভিটে মাটি বিলীনের পথে স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনরা মিলে প্রশাসনের নিকট আবেদন করে। সম্প্রতি সেখানে ২কোটি টাকা ব্যয়ে জিওব্যাগে অস্থায়ী বাঁধ নির্মান করা হয়। কিন্তু বর্তমানে নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বাল্কহেড চলার করছে। রাতদিন ছোট নদীতে বিশাল বড় নৌযান চলাচললে৷ কারনে আবারো ভাঙন আশংকায় পড়েছে জিও ব্যাগের সে বাঁধ, এতে আবারো হুমকিতে পড়ছে সরকারী অর্থানের বাঁধ সহ স্থানীয় হাজারো মানুষের ঘরবাড়ি, বিভিন্ন ধর্মীয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠান।
বাঁধ ও ভিটে মাটি রক্ষায় তাই বাল্কহেড চলাচল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এবিষয়ে প্রশসান সহ উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেন।কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল আলীম, জামাল মন্ডল, আব্দুলাপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত মহতামিম মাওলানা ইলিয়াস, স্থানীয় জনপ্রতিনিধি আকরাম মন্ডল, শাহনাজ বেগম, মাহমুদা আক্তার, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব সহ অন্যান্যরা।