ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল


জুলাই ১৩, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। দলটি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপ থেকে কীভাবে দাঁড়াতে হয়।রোববার (১৩ জুলাই) ‘তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে হেও প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে সাইবার অ্যাটাক করা হয়েছে, বাদ যাচ্ছেন না তারেক রহমানও।

এসব মোকাবিলায় মেধার লড়াইয়ের কোন বিকল্প নেই। শারীরিক নির্যাতন থেকে শুরু করে প্রতিকূল পরিস্থিতি, সবকিছু মোকাবিলা করে তারেক রহমান আজ অনন্য উচ্চতায়।বিএনপির নামে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সুপরিকল্পিত চক্রান্ত বলেও দাবি করেছেন তিনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।