কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামে নিখোঁজের পাঁচ দিন পর রৌজা মনি (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে পাশের একটি পাটক্ষেত থেকে পঁচে যাওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।রৌজা মনি গত ৬ জুলাই বিকেলে বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই ঘটনাকে নৃশংস ও লজ্জাজনক উল্লেখ করে দ্রুত তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।