ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার নতুন কমিটি গঠন


জুলাই ১০, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বেলা ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে এক যৌথসভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন।

ঘোষিত আংশিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাবেক দাওয়াহ সম্পাদক ও শহর সভাপতি, জনপ্রিয় সাবেক ছাত্র নেতা তাকরীম আহমাদ শাদাব।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মাদ তরিক শাহ্।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দেলওয়ার হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মাওলানা শরিফুল ইসলাম শরীফ।

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন।তাকরীম আহমাদ শাদাব সভাপতি নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনেকেই পোস্ট করেন।ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং তার নেতৃত্বে কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে নতুন গতি এসেছিল। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন, যুব আন্দোলনেও তিনি একইরকম বলিষ্ঠ নেতৃত্ব দেবেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।