ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

পাগলা মসজিদের ওয়েবসাইট ও অনলাইন ডোনেশন কার্যক্রম উদ্বোধন


জুলাই ৪, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতনিধি:   দেশের অন্যতম আয়ের উৎস হয়ে থাকা ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের ওয়েবসাইট এবং অনলাইন ডোনেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টা কিশোরগঞ্জ শহরের পাগলা মসজিদ চত্বরে প্রজেক্টরের মাধ্যমে এই ওয়েবসাইট উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী, আল জামিয়াতুল ইমদাদিয়ার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমাদ রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার, জেলা বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মসজিদের সদস্য সচিব মো. এরশাদ মিয়া বলেন, দেশের অন্যতম ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান প্রক্রিয়া ডিজিটাল ও স্বচ্ছ করার লক্ষ্যে এই ওয়েবসাইট চালু করা হয়েছে।

ওয়েবসাইটে বিকাশ, নগদ ও ব্যাংক পেমেন্টের মাধ্যমে দান করার সুযোগ রয়েছে। পাশাপাশি মসজিদের ইতিহাস, নামাজ ও জামাতের সময়সূচি, দান সম্পর্কিত তথ্য ও বিভিন্ন ধর্মীয় ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে তথ্যাদি পাওয়া যাবে।

ওয়েবসাইটটির ঠিকানা www.paglamosque.org।

তিনি আরও জানান, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাগলা মসজিদের কার্যক্রম আরও প্রসারিত ও যুগোপযোগী হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।